আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩৩৫২ মন্দ তুমি ছাড়ো

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৩৫২

মন্দ তুমি ছাড়ো

আমরা সবাই মিলেমিশেে করবো ভালো কাজ

আমরা সবাই এ দুনিয়ায় গড়বো খোদার রাজ।

মন্দ কাজে বাঁধা দেবো, বলবো মন্দ ছাড়ো

ভালো কাজে হাত লাগাও যে যতটা পারো।

ভালো যদি না পারো ভাই, মন্দরে দাও বাদ

তখন বুঝবে ভালো কাজের কি যে মধুর স্বাদ।

ভালো কাজে মনটা হবে নীল আকাশের চাঁদ

তারা ভরা আসমান হবে হৃদয় বাড়ির ছাদ।

ভালো কিছু করার জন্য সাহস নিয়ে লড়ো।

মন্দ ছাড়লে জীবন থেকে পাপ হয়ে যায় দূর

ভালো করলে জীবন খাতায় বাড়ে পূণ্য নূর।

ভালো যদি না পারো ভাই মন্দ করা ছাড়ো

পূণ্যটুকু না হোক তবু পাপ হবে না কারো।

২৮শে অক্টোবর ২০২১; বাদ জোহর

No comments

Powered by Blogger.