আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩৫৫৪ ইচ্ছে ডানা

 
আসাদ বিন হাফিজ এর ছড়া- ৩৫৫৪

ইচ্ছে ডানা

 

আমার কেবল ইচ্ছে করে পাহাড় বনে ঘুরি

আমার কেবল ইচ্ছে করে পাখির মত উড়ি।

আমার কেবল ইচ্ছে করে মেঘের দেশে যাই

আমার কেবল ইচ্ছে করে রবেরই গুণ গাই।

কেমন করে আকাশ জুড়ে ফোটে তারা ফুল

কেমন করে রঙধনু রঙ বানায় রাঙা পুল।

বর্ষা কালে কোথা থেকে আসে এতো পানি

বকের মতো সাদা চুল কেনো রাখে নানী।

এসব কথা জানতে আমার ইচ্ছে জাগে মনে

মানুষ কেনো ঘরে থাকে পশু থাকে বনে।

বৃষ্টিতে যে ভিজে ওরা, জ্বর যদি মা আসে

আমার কথা যতোই শুনে, মা টা কেবল হাসে।

বলে বাবা, আল্লাহর ইচ্ছায় সকল কিছু হয়

খোদার ইচ্ছে মানে যারা, তারাই সুুখে রয়।

 

৩১-৭-২২; বাদ ফজর

 


No comments

Powered by Blogger.