গানঃ ৭০০-প্রতিদিন নতুন সূর্য ওঠে-আসাদ বিন হাফিজ


আসাদ বিন হাফিজ এর লিখা গান-৭০০
প্রতিদিন নতুন সূর্য ওঠে
প্রতিদিন নতুন সূর্য ওঠে
প্রতিদিন জীবন জাগে শহর ও গাঁয়ে
কার অভিপ্রায়ে, বলো, কার অভিপ্রায়ে।
প্রতিদিন ফুল ফোটে, পাখি গায় গান
প্রতিদিন কার দানে ফিরে আসে প্রাণ
আলো আসে ধান ক্ষেতে ঘন বটছাঁয়ে।
প্রতিদিন চির ঘুমে ডুবে কতো প্রাণ
ঘুম ভেঙে তুমি পাও প্রাণ অফুরান
প্রতিদিন কতো কথা সখী আর জায়ে।
প্রতিদিন কতো কিছু দেন মহীয়ান
কতটুকু দাও তুমি তার প্রতিদান
সেজদায় লুটাও কি কভু তাঁর অভিপ্রায়ে।
২৫/৩/২২। বাদ এশা।
আসাদ বিন হাফিজ এর লিখা গান-৭০০
পাড়া পড়শি যদি হয়
পাড়া পড়শি যদি হয় সব, সজ্জন এবং ভালো
সেই সমাজে ছড়িয়ে পড়ে শান্তি সুখের আলো।
জীবন তখন হয় রে শান্তিময়
যায় পালিয়ে জীবন থেকে দুর্ভাবনা, ভয়।
পড়শিজনের খবর নাও, তুমিও সহায় হও
অন্যকে দাও সালাম তুমি, নিজেও সালাম লও।
পড়শিজনের বিপদ যেন তোমার বিপদ হয়।
পাড়াপড়শির হাঁড়ির খবর যে মুসলমান রাখে না
হাদিসমতে নবীর উম্মত সে মুসলমান থাকে না।
নবীর এমন কঠিন ধমক, করো তারে ভয়।
পড়শির খবর লয়না যেজন সেজন মুমীন নয়।
পড়শির জীবন ধন্য করে মুসলিম হতে হয়।
তবেই জীবন হবে সুন্দর, সমাজ সুখময়।
তুমি হবে সেরা মানুষ সবার হৃদয় করবে জয়।
১১/১১/২০। ৮ঃ০০ টা।

No comments

Powered by Blogger.