আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩৩৪৬ ভূতের কিল তিতা

 


আসাদ বিন হাফিজ এর ছড়া -৩৩৪৬

ভূতের কিল তিতা


সুখে থাকলে ভূতে কিলায়

গুণী লোকে কয়

আমার মতো বাজে পোলার

অত সুখ কি সয়?

তাই করছি এমন কাজ

দুঃখ যাতে হয়

জনগণে শান্তিতে নয়,

দৌড়ের ওপর রয়।

আমার চেয়ে শয়তান যারা

তাদের মানি নেতা

তাদের শাসন কায়েম হলে

দেখি ফেরায় কে তা।

মনে রাইখো ভূতের কিল

অনেক বেশী তিতা

সুখের চাইতে দুখেরে তাই

করলাম আমি মিতা।

জিনিসপত্রের দাম বাড়ছে?

বাড়ছে যখন বাড়ুক।

বিদেশ থেকে দাদা এসে

মারলে মানুষ মারুক।

না রে ভাই মিছিল করা, অত সহজ নয়।

গুলি এসে লাগতে পারে তাই পাচ্ছি ভয়।

২১/১০/২১। বাদ মাগরিব।

No comments

Powered by Blogger.