গানঃ ৭৫৩-শেষ ঠিকানা-আসাদ বিন হাফিজ


আসাদ বিন হাফিজ এর লিখা গান-৭৫৩

শেষ ঠিকানা

হায়,
কোথায় ছিলাম, কোথায় আছি,
কোথায় থাকবো দুদিন পর
কোথায় থাকবে নারী, গাড়ি
কোথায় থাকবে দালান ঘর।
আহা আমার শেষ ঠিকানা
সাড়ে তিন হাত মাটির ঘর।
সুদ ঘুষ খাইলাম করলাম বাড়ি
সম্পদ গড়লাম কাড়ি কাড়ি
সবই আমি যাবো ছাড়ি
কবরের ভেতর।
আহা আমার শেষ ঠিকানা
সাড়ে তিন হাত মাটির ঘর।
তবু করি পাপ যে শতো
জানি না তার শাস্তি কতো
চলবে সাজা অবিরত
এই তো আমার শেষ হাশর।
আহা আমার শেষ ঠিকানা
সাড়ে তিন হাত মাটির ঘর।
সময় থাকতে ছাড়লে পাপ
করলে তওবা , অনুতাপ
হয়তো যাবে এ অভিশাপ
এখনি হ মন তৎপর।
আহা আমার শেষ ঠিকানা
সাড়ে তিন হাত মাটির ঘর।
১/৮/২২। বাদ ফজর।

No comments

Powered by Blogger.