আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩৫৫০ গীবত কভু করবো না

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৫৫০

গীবত কভু করবো না

 

আপন ভাইয়ের গোশত কি কেউ খায়?

যাহ, এমন কথা ভাবাও কি যায়?

মানুষ হলে পশুর অধম

খেতে পারে সে নরাধম

এমন কাজে বনের পশু সেও লজ্জা পায়।

গীবত করা এমনি খারাপ কাজ

গীবতে পায় শয়তানও লাজ

গীবতকারী একের দোষ অন্যে বলে যায়।

পরের জিনিস ধরতে নেই

গীবত কভু করতে নেই

গীবতকারী পরকালে জাহান্নামই পায়।

গীবত তো কেউ করবো না

পরের দোষ বলবো না

গীবতকারী আপন ভাইয়ের মরা গোশত খায়।

ছি ছি মরা গোশত খায়

জাহান্নামে যায়

পরের বদনাম করলে মানুষ

এমন শাস্তি পায়।


৩০/৭/২২; বাদ ফজর।

 

No comments

Powered by Blogger.