আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩৩৬৫ আগুন জ্বালা ফারুক

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৩৬৫

আগুন জ্বালা ফারুক

জিনিসপত্রের দাম বাড়ছে-- বাড়ুক

দেশের লোক মারছে টাকা- মারুক

দাম বাড়লে বেশী টাকা-- পায় কে?

সে টাকাতে মিঠায় কিনে - খায় কে।

ওরা দেশী, বেশী বেশী, কিনে আরো খাক

দামের গুণে দেশী সবে বেশী আরাম পাক।

এ সুখ যদি না সয় তবে খাক না মধুর চাক

মধু খেতে দেশ ছেড়ে সব বিদেশ চলে যাক।

দাম বাড়লে সম্পদ বাড়বে, আসবে হাতে টাকা

সেই টাকাতে কিনলে গাড়ি, ঘুরবে গাড়ির চাকা

বিদেশ থেকে ইলিশ খেতে আসবে মাসী কাকা

তাদের জন্য দালান বানাও প্রাসাদ পাকা পাকা।

দাম বাড়ছে বাড়ুক

এসব শুনে কেউ বলে না

আগুন জ্বালা ফারুক।


৪ঠা নভেম্বর ২০২১; বাদ এশা

No comments

Powered by Blogger.