আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩৩৫১ হস্ত আছে দুইটা

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৩৫১

হস্ত আছে দুইটা

আপনার মতো আমারও হস্ত আছে দুইটা

তবে কেন আমার ধন খেতে আহেন লুইটা।

ভাবছেন বড় বাহাদুর

কনতো মরণ কাঁহা দূর

মাস্তানীটা বাদ দিয়া, চাল খুঁজে খান খুইটা।

জীবন হচ্ছে কচুপাতার পানি

পটল তুলে গেছে আপনার বুড়োনানী

জানেন নাকি পরাণ পাখি কখন যাবে ছুইটা

তবে, ভুলেন কেনো আমারও হস্ত আছে দুইটা।

আপনার বয়স কতো হবে, বারো কিংবা তেরো

এই বয়সেই পাইকা গেছেন, পড়ে গেছেন ফের

এই বয়সেই চক্ষু দুইটা

গেছে নাকি আপনার ফুইটা।

জানেন নাকি কার দখলে আকাশ সাগর ভুইঁটা।

তার হুকুমেই সব চলে, আপনিও বীর বাহাদুর

তার হুকুমে কাঁদেন হাসেন শোনেন নিজে গানের সুর।

তার হুকুমের বাইরে যায় না কোন, দানব ও অসুর।

রঙ্গলাল তো স্ট্রোক করে মইরা গেছে, জানেন?

কোথায় গেল গ্যাং লিড়ার, তারে ডাইকা আনেন

নয়তো সবার সৃষ্টিকর্তা, তারে এবার মানেন।

আপনেও তো মাছ খাইছেন, মাছ রান্ধে কুইটা

আপনার লাহান আমারও হস্ত আছে দুইটা।


২৪শে অক্টোবর ২০২১;  বাদ এশা।

No comments

Powered by Blogger.