আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩৩৪৮ বলুন তেলের জয়

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৩৪৮

বলুন তেলের জয়

 

কার চরকা যে কে ঘুরায়, বুঝা বড়োই দায়।

উঠোনের ধান, চতুর শালিক বসে বসে খায়।

যারে বলি শালিক তাড়াও, সে কি বলে আয়?

ধান খাওয়ার এইতো লগন, সময় বয়ে যায়।

জামাই হচ্ছে জমিরুদ্দি, ছমিরুদ্দি দুধু খায়

ছমির দুধু খাওয়া জমির শুধু দেখতে পায়।

দুঃখে তাহার পরাণ ফাটে, ছমির দেখায় ডাট

জমিরুদ্দির ভাগ্যে জোটে তিন পা ভাঙা খাট।

জামাই যখন দাওয়ায় বসে ক্ষুধার চোটে কান্দে

শাশুড়ি মা ছমির জন্য পোলাও কোরমা রান্ধে।

ছমিরে খায় পোলাও ভাত, জমির পায়না বাসি।

জমিরুদ্দির কথায় আমি, কও, কান্দি না হাসি?

পরের পোলা জবর ভালা, আঁচল ধরে হাঁটে

জামাই মিয়া পুকুর ঘাটে বসে জিভটা চাটে।

জামাই মিয়ার মিষ্টি পঁচা, ছমির তেল দারুণ

মিঠাই দিয়া কি করবো, তেলের বস্তা ছাড়ুন।

কতো লোকের কতো কথা, ওসব শুনলে হয়?

আসুন, হাসুন, ভালবাসুন, বলুন তেলের জয়।

 

২৩শে অক্টোবর ২০২১; বাদ জোহর।

No comments

Powered by Blogger.