গানঃ ৭৩০-ওরে, দেখবি যদি আয়-আসাদ বিন হাফিজ

 


আসাদ বিন হাফিজ এর লিখা গান-৭৩০

নবীর নামে দরুদ পড়ো


দ্বীনের আলো সঙ্গে নিয়ে

আল কোরআনের বাণী নিয়ে

মক্কা থেকে দ্বীনের নবী মদীনাতে যায়

তোরা দেখবি যদি আয়

ছুটে ছুটে আয়

শিশু বুড়ো অধীর ব্যাকুল সোনার মদীনায়।

নবীন কিশোর আয়

দেখবি যদি আয়

উটে চড়ে দ্বীনের নবী ঢুকেন মদীনায়

কেউ দাঁড়িয়ে রৌদ্র মাথায়

কেউবা খেজুর ছায়

ফুল শিশুরা নবীর জন্য

আগমনী গান গায়।

ওরে, আয়। জীবন গড়ার বাণী নিয়ে

নবী আসেন মদীনায়।

নবীকুলের সেরা তিনি

দুই জাহানের আলো

এই আলোতে যায় পালিয়ে

সকল আঁধার কালো।

এই আলো তুই নিবি আয়

দ্বীনের আলো মাখবি গায়

এ আলো তুই দে ছড়িয়ে সারা দুনিয়ায়।

ওরে, আয়, আয়, আয়।

২৭/১০/২১। বাদ জোহর।


No comments

Powered by Blogger.