আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩৩৫০ সকাল বেলার রূপ

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৩৫০

সকাল বেলার রূপ

 

যে দেখেনি ভোর

পাখি ডাকা, সূর্য ওঠা

হীম শিশিরের রূপ-

সে দেখেনি এ পৃথিবী কত অপরূপ।

বিহান বেলা যে উঠেনি

ফুলের রেনু যে লুটেনি

যে শোনেনি নদীর কলতান

সে দুর্ভাগা, তার কষ্টে জগত পেরেশান।

সকাল বেলা যে জাগেনি

ভোরের হাওয়া গায় লাগেনি

যে দেখেনি ঘুমে বৃক্ষ ছিল ম্রিয়মান

সে দেখেনি এ পৃথিবীর রূপ কি অনির্বাণ।

যে শোনেনি পাখির কূজন

সে চেনেনা আপন সুজন

শুনতো যদি কবুতরের বাকুম বাকুম ডাক

এ পৃথিবীর রূপ দেখে সে হতো যে অবাক।

সকাল বেলার রূপ

সত্যি অপরূপ।

 

২৪শে অক্টোবর ২০২১; বাদ ফজর।

No comments

Powered by Blogger.