আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩৩৫৮ মনের দুঃখে হাসি

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৩৫৮

মনের দুঃখে হাসি

মায়ের চেয়ে মাসী ভাল

মাসীর চেয়ে দাসী

গণতন্ত্রের চেয়ে ভাল

স্বৈরাচারের হাসি।

গুমের চেয়ে গুলি ভাল

তার চে ভাল ফাঁসী

কবর দেয়ার জন্য পায়

মা-বাপ ছেলের লাশই।

ভোটের চেয়ে লুটই ভাল

ইতরে পাক পাশই

মক্কার চেয়ে খরচ কম

যেতে গয়া কাশী।

স্বদেশ থেকে বিদেশ ভাল

গরুর চেয়ে খাসি

তাই বিদেশে বাড়ী করতে

আমরা ভালবাসি।

সরকার এবং বিরোধী দল

ঘুমায় পাশাপাশি

আন্দোলনের বহর দেখে

পায় রে আমার হাসি।

কই গিয়ে তুই দেশী পাগল

করিস হাসাহাসি

তোর হাসিরচে বেশী ভাল

বুড়োবুড়ির কাশি।

এসব কথা লিখি আর

মনের দুঃখে হাসি

হেসে হেসে সুখসাগরে

হাত পা ছেড়ে ভাসি।

২/১১/২১। বাদ ফজর।

No comments

Powered by Blogger.