গানঃ ৭৪৮-শৈশবের দিনগুলো-আসাদ বিন হাফিজ

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৭৪৮

শৈশবের দিনগুলো

শৈশবের দিনগুলো আসবে না আর
মনে হলে ভিজে যায় আঁখি বার বার।
দেখবে না মানুষ আর ডাঙ্গুলি খেলা
চিনবেনা কোষা নাও, কলাগাছ ভেলা
স্মৃতিগুলো পিছু তবু ডাকে বার বার
শৈশবের দিনগুলো আসবে না আর।
মায়ের বকুনি ভরা সোহাগী সে মার
সেই দিন ফিরে কভু আসবে না আর।
আসবে না দরজার ফাঁকে পলায়ন
আসবে না গুরুদের সোহাগ শাসন।
মনে হলে আঁখি শুধু ভিজে বার বার।
শৈশবের দিনগুলো আসবে না আর।
তালের পাতার বাঁশি, অকারণ হাসি
কেমন আছিস আর বলবে না আসি
স্মৃতিময় সে শৈশব আসবে না আর
মনে হলে চোখ শুধু ভাসবে সবার।
শৈশবের দিনগুলো আসবে না আর।
অতীতের দিনগুলো ভোলা বড়ো দায়
অকারণ পিছু ডাক বলে আয়,আয়।
শৈশবের দিনগুলো আসবে না আর
মনে হলে আঁখিপাতা ভিজে বার বার।
১৫/৭/২২। বাদ মাগরিব।

No comments

Powered by Blogger.