আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩৩৪৯ শুভ্র জীবন গড়ো

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৩৪৯

শুভ্র জীবন গড়ো

 

পাখি করে কিচির মিচির, সূরুজ যখন জাগে

নামাজ পড়ার ডাক আসে তার একটু আগে।

সে ডাক বলে, উঠো মুমিন,ঘুমের সময় শেষ

ঠিক তখনি উঠে দাঁড়ায় আমার বাংলাদেশ।

শহর গাঁয়ের মুমিন বান্দা, মসজিদে যায় দলে

আল্লাহ প্রভু, আল্লাহ মহান, কন্ঠে সবাই বলে।

আল্লাহ তখন বান্দার কাজে এতোটা খুশী হন

খাদ্য তালাশ করতে যাও, নিজেই তিনি কন।

সবার রিজিক তিনিই দেন, করেন সবই দান

তাঁর সে দানের অন্ত নেই, সে দান অফুরান।

ঘুষ না খেলেও ভাগ্যের খানা পাবে তুমি ঠিক

তবে তোমার নজর কেন যাচ্ছে পাপের দিক।

ভোরের মতো শুভ্র সুন্দর, একটা জীবন গড়ো

শুভ্র জীবন গড়ার জন্য কোরান হাদীস পড়ো।

 ২৩শে অক্টোবর; বাদ মাগরিব।

No comments

Powered by Blogger.