গানঃ ৬৮৪-৬৯৯-আসাদ বিন হাফিজ

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৮৪

মুগ্ধ নয়ন

 কী অপরূপ সৃষ্টি তোমার মুগ্ধ নয়নে দেখি

সাধ্য নেই যে সে অপরূপ রূপ কখনো লেখি।

এত ভাল লাগা রাখি কোনখানে

মুগ্ধ আবেশে এই দেহমনপ্রাণে।

সাগর,পাহাড়,বনানীতে আহা কত যে লীলা দেখি।

দুচোখ ভরে মন ভুলানো সুনীল আকাশ দেখি

সাগরের তলে মনিমানিক্য মোহর ছড়ানো একি!

দুআঁখি মেলে নয়নে হায় সৃষ্টি অঢেল দেখি।

সবই দেখি প্রভু কিন্তু পাই না তোমার দরশন

তোমায় দেখতে কাঁদে দেহ প্রাণ তনু মন।

তোমার এত যে রূপমাধুরী কোন ভাষাতে লেখি।

 ১২ই ডিসেম্বর ২০২১; বাদ ফজর।

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৮৫

আমি যারে ভালো বাসি

 আমি যারে ভালো বাসি

সে কি আমায় বাসে না?

আপন ভেবে ডাকলে তারে

সে কি কাছে আসে না?

বাতাস এসে পরশ বুলায়

বৃক্ষপত্র আঁচল দোলায়।

চন্দ্র সুরুজ ভালবেসে

রোজ কি কাছে আসে না।

পাখপাখালি গানা গেয়ে

সুখ সাগরে ভাসে না।

সাগর তলে মানিক জ্বলে

ফুলের মালা জড়াই গলে।

মিষ্টি ফলের সোয়াদ বলে

আমার কাছে আসো না।

আমার স্বাদের পরশ চেখে

এখটু খানি হাসো না।

জগত আমায় ভালবাসে

আমি বাসি তারে

ভালবেসে যে আমারে

পাঠালো সংসারে।

 ১৪ই ডিসেম্বর ২০২১বাদ ফজর

 আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৮৬

এ আমার ঈমান

 তোমাকেই শোনাবো সুর

তোমাকেই শোনাবো গান

তোমাকেই শোনাবো সুর

ভোরের সুরেলা আজান।

আমার ঈমান,

আমরা মুসলমান।

আমাদের হাতে প্রেমের মালা

পবিত্র আল কোরআন

সাম্য শান্তির পুষ্প বিলাই

শোন হে ইনসান।

আমার ঈমান,

আমরা মুসলমান।

যতো দেবে প্রেমপাবে আরো বেশী

ছাড়ো সংঘাতযুদ্ধরেশারেশী

ভালোবাসো সবাইকে

নবীজীর বয়ান

আমার ঈমান,

আমরা মুসলমান।

জুলুমের ভয়ে কাঁপি না আমরা

নই ভীরুবুজদীল প্রাণ

আমাদের সহায় আর কেউ নন

আল্লাহ মেহেরবান

আমার ঈমান,

আমরা মুসলমান।

১৭ই ডিসেম্বর ২০২১বাদ জোহর

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৮৬

আমি চাইনা কিছু ওগো মাবুদ তোমার রহম ছাড়া

আমি চাইনা কিছু ওগো মাবুদ তোমার রহম ছাড়া

তোমার জন্য এ মন যেনো রয় গো পাগলপারা।

তোমার নামটি সদাই জপি

তোমার কাছেই হৃদয় সঁপি

তোমার নামের তসবি মুখে যাই যেনো গো মারা।

তুমি ছাড়া অধম বান্দার আরতো কেহ নাই

তোমার ছিলাম তোমার আছি তোমার থাকতে চাই।

পাখপাখালির গানে গানে

ঝরণা নদীর কলতানে

আমি যেনো ফুলের বনে তোমার দেখা পাই।

ভালবেসে জন্ম দিলে, দিলে আহার পানি

শৈশব কৈশোর যৌবন সবই তোমার মেহেরবানি।

তুমিই দিলে উদার আকাশ

তুমিই দিলে মুক্ত বাতাস

নাফরমানি হয় না যেনো কভু আমার দ্বারা।

২৯/৯/২০।৩ঃ০০ টা।

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৮৭

তোমার জন্য

 তোমার জন্য করতে পারি, যা চাও তুমি সব

তোমার জন্য লড়তে পারি

তোমার জন্য মরতে পারি

তোমার জন্য সইতে পারি বেদনার উৎসব।

তোমার জন্য ধরতে পারি পাখির কলরব

করতে পারি বিশ্ব আপন

পাখপাখালি বন্ধু স্বজন

তোমার সৃষ্টি ভালোবাসার স্নিগ্ধ অনুভব।

তোমার জন্য করতে পারি, যা চাও তুমি সব

লড়তে পারি দ্বীনের জন্য

মরতে পারি দ্বীনের জন্য

তুমি আমার মালিক মওলা দোজাহানের রব।

 ১১ই জানুয়ারী ২০২২; বাদ জোহর

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৮৭

ওগো দয়াময় আমার প্রভু দয়াময়

ওগো দয়াময় আমার প্রভু দয়াময়

আমার এ সুর যেন নাজাতের উসিলা হয়।

প্রভু দয়াময়।

পেছনে পাপের পাহাড় সামনে আঁধার

পাপ এসে তবু কেন ডাকে বার বার

তোমার রহম দিয়ে আমারে ঢাকো

থামিয়ে দাও সব ঝঞ্ঝা প্রলয়

দূর করে দাও প্রভু সব বরাভয়।

আমারে বানাও প্রভু তুমি নির্ভয়

বালা আর মুসিবতে করো দুর্জয়

ঈমানের বলে যেন হই বলিয়ান

আমারে বাঁচাও তুমি প্রভু রহমান।

দোজাহানে প্রভু তুমি থাকলে সহায়

অজানা বিপদ জানি সব চলে যায়

তোমার দয়াতে সব বালা হয় দূর

নাজাতের উসিলা যেন হয়ে যায় সুর

ওগো দয়াময় আমার প্রভু দয়াময়।

৩০/৯/২০। ৬ঃ০০ টা।

 আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৮৮

আমার একটা নদী ছিল

 আমার একটা নদী ছিল

নদীর একটা বালিশ ছিল

সেই বালিশে নদী ঘুমায় রোজ

কেউ রাখে না সেই নদীটার খোঁজ।

নদীর বুকে মৎস্যকন্যা আপন মনে খেলে

সেই নদীতে মানুষ নামক শ্যাওলা ভেসে চলে

সেই মানুষই আজরাইলের সন্ধ্যা রাতের ভোজ।

ভাঙাগড়া নদীর খেলা

মানুষ করে রঙের মেলা

সেই মেলাতে ঢলে পড়ে রঙিলা ফানুস।

নদীর বুকে ঘোলাজল--

নদীর বুকে ঘোলাজল কত খেলা খেলে

সেই নদীতে সকাল সন্ধ্যা জোয়ার ভাটা চলে

জোয়ার ভাটায় কার বুক ভাঙে কে রাখে তার খোঁজ?

 ৩০শে জানুয়ারী ২০২২বাদ জোহর

  আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৮৯

তোমার জন্য

 তোমার জন্য করতে পারিযা চাও তুমি সব

তোমার জন্য লড়তে পারি

তোমার জন্য মরতে পারি

তোমার জন্য সইতে পারি বেদনার উৎসব।

তোমার জন্য গড়তে পারি ভালবাসার গান

তোমার জন্য করতে পারি আমার জীবন দান।

তোমার জন্য ধরতে পারি পাখির কলরব

করতে পারি বিশ্ব আপন

পাখপাখালি বন্ধু স্বজন

তোমার সৃষ্টি ভালোবাসার স্নিগ্ধ অনুভব।

তোমার জন্য করতে পারিযা চাও তুমি সব

লড়তে পারি দ্বীনের জন্য

মরতে পারি দ্বীনের জন্য

তুমি আমার মালিক মওলা দোজাহানের রব।

 ১১ই জানুয়ারী ২০২২বাদ জোহর

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৮৯

শুধু তোমারই যেনো অনুগত হই খোদা

তোমারই যেনো অনুগত রই

জীবনে মরণে যেনো তোমার রহমে

আমি অনিশেষ শুধু ডুবে রই।

আকাশ পাহাড় নদী ঝর্ণাধারা

তোমারই অনুগত চন্দ্র তারা

সকল সৃষ্টি তোমার রয় অনুগত

সকলেই তোমার হুকুম মানে অবিরত।

তাদের মতই আমিও যেনো শুধু

তোমারই ওগো প্রিয় অনুগত রই

তোমারই প্রেমে যেনো আমি ডুবে রই।

তুমি ছাড়া কারো কাছে মাথা নত করি না

তুমি ছাড়া আর কেউ নেই তো মালিক

কোরানের পথ ছাড়া কোন পথ ধরি না

তুমি ছাড়া আর কেউ নেই তো খালিক।

আমি শুধু ইবাদত করি গো তোমার

আর কোন দায় প্রভু নেই যে আমার

তোমার সৃষ্টিরে ভালবেসে প্রভু

আমি যেনো তোমার আরো প্রিয় হই

তোমারই অনুগত রইগো খোদা

তোমারই যেনো আমি অনুগত রই।

৩/১০/২০। ৭ঃ০০ টা।

 আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৯০

তোমার রহম চাই

 আল্লা তোমার শোকর জানাই ভাষা আমার নাই

আমি অধম বান্দা তোমাররহম যেনো পাই।

পাপী আমি গোনাহগার

চাইগো রহম চাই দিদার

তোমার রহম ছাড়া আমার আর কিছুতো নাই।

এই পৃথিবী রঙ্গশালাসবই স্বপ্নঘোর

স্বপ্নে আসে নিশিরাতস্বপ্নে আসে ভোর

সামনে শুধু মরণ আমাররহম তোমার চাই

তোমার রহম ছাড়া আমার আর কিছুতো নাই।

কারো কোন ক্ষতি আমিনা যেনো গো চাই

মানুষ মানেই বন্ধু স্বজনসবাই বোন ভাই।

এই ধরনীর সবই আপন

তুমি শুধু মন মহাজন

তাইতো তোমার কাছে প্রভুকেবল রহম চাই।

তোমার রহম ছাড়া আমার আর কিছুতো নাই।

১৯শে জানুয়ারী ২০২২বাদ ফজর

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৯০

রঙের এ দুনিয়ায় রঙিলা মানুষ পাই

রঙের এ দুনিয়ায় রঙিলা মানুষ পাই

মুসলমান আছে কয় জনা

ও মনা, মুসলমান আছে কয় জনা।

সিয়া আছে, সুন্নী আছে, মুসলিম গেলো কই

রঙ বেরঙের মানুষ দেখে অবাক আমি হই।

আহলে হাদীস আছে দেশে

মুসলিম আছে কয় জনা, কয় জনা।

ও মনা, মুসলমান আছে কয় জনা।

মুরীদ আছে সব পীরের, নবীর মুরীদ কই

কেউ ওহাবী, কেউ মাজারি দেখে অবাক হই

হায় তাবলিগী আছে দেশে

মুসলিম আছে কয় জনা, কয় জনা।

ও মনা, মুসলমান আছে কয় জনা।

কওমী আছে, আলিয়া আছে, খালি ভাগাভাগি

কারা বানায় এতো ফেরকা সারা রাতি জাগি

মাইজভান্ডারি আছে দেশে

মুসলিম আছে কয় জনা, কয় জনা।

ও মনা, মুসলমান আছে কয় জনা।

৭/১০/২০। ৭ঃ০০ টা।

 

 আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৯১

প্রদীপ্ত ঈমান

 কোরানের প্রদীপ্ত আলোয় একদিন ধরা ভেসেছিলভাসবেই

মজলুমের কান্না সেইদিন হেসেছিলফের হাসবেই।

আমরা মুসলিম হাতে হাত রাখবোই

জালিমের বিষদাঁত ভাঙবোই

আমাদের দেহমন কোরানের পথ ধরে চলবে

চিরকাল শান্তি সত্যের কথা শুধু বলবে

নিকষ কালিমা সে দলবেই

আমাদের দেহমন কোরানের পথ ধরে চলবেই।

আমাদের নাই ভয়নাই পরাজয়

জীবনে মরণে শুধু জয় আর জয়

আকাশ বাতাস শুধু বিজয়ের কথা বলবে।

বলবেই।

আমাদের মিছিল চলেছে তো চলবেই

আমাদের দেহমন কোরানের পথ ধরে চলবেই।

চলবেই চলবেই চলবেই

আমাদের মিছিল চলবেই।

সত্যের মিছিল চলবেই।

প্রদীপ্ত ঈমান জ্বলবেই।

 ৩০শে জানুয়ারী ২০২২বাদ জোহর

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৯১

আমি তোমার দয়ার ভিখারী

আমি তোমার দয়ার ভিখারী

তুমি আমার হইও মনোকষ্ট।

নিদান কালে আমায় তুমি যেয়ো না ছাড়ি।

দিবারাতি আমি যেনো তোমায় ডাকতে পারি

নাও উঠিয়ে ধরা থেকে সকল মহামারী

তোমার খুশী নিয়ে যেনো আমি মরতে পারি।

হকের পথে চলি যেনো হালাল খাবার খাই

তুমি ছাড়া করবে রহম আর তো কেহ নাই

হারাম পথে হয় না যেনো আমার বাড়ি গাড়ি।

তোমার নামে ধরলাম প্রভু আমি জগত পাড়ি

আমায় দিয়ে হয় না যেনো কোন বাড়াবাড়ি

প্রভু, পায় না যেনো মনোকষ্ট কোন নরনারী।

৯/১০/২০। ৫ঃ০০ ট।

 আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৯২

একি বিস্ময়

 আমি কী দেখিলাম দু নয়নে

অভাবিত বিস্ময়

পাষাণ ফাটিয়া ঝরণা বেরোয়

এ কী অপরূপ নয়?

হৃদয় ফাটিয়া চৌচির হয়

দেখিনি যারে তারে পাই ভয়

তাঁর লাগি ওগো কাঁদিয়া মরে

এ পাষাণ হৃদয়

একী অভাবিত নয়?

নয়নে ভাসে অতুল জলবাশি

কে জানে কারে এতো ভালবাসি

হাসি হাসি ফুল জানায় প্রণয়

একি নয় বিস্ময়?

একী অভাবিত নয?

দু নয়নে দেখি মাধবী প্রণয়

সবুজে সলীলে একাকার হয়

একি বিস্ময়! একি বিস্ময়!

এ কী অভাবিত নয়?

মুগ্ধ নয়ন মুগ্ধ হৃদয়

আবেশে হই একি তন্ময়

এই ভাল লাগা, এই ভালবাসা

একি বিস্ময়! একি বিস্ময়!

একী অভাবিত নয?

 ১লা ফেব্রুয়ারী ২০২২; বাদ মাগরিব।

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৯৩

আমি কি পাষাণ

 কয়দিন চলে গেলো, লিখিনিতো গান

আমি কি পাষাণ তবে আমি কি পাষাণ

ওগো রহমান

আমার জীবনতরী করগো আসান।

কষ্টের দানাগুলো ফুল করে দিও

আমাকে প্রভু তুমি আপন করে নিও

আমার কাছে যেন না আসে শয়তান।

আমাকে বানাও তুমি কামেল ইনসান।

লোভের মোহে যেন অন্ধ না হই

স্বার্থের মোহে যেন বন্দী না হই

বাড়াও প্রভু তুমি আমার ঈমান

ওগো রহমান তুমি মেহেরবান

আমাকে বানাও তুমি কামেল ইনসান।

 ৫ই জানুয়ারী ২০২২বাদ মাগরিব।

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৯৩

হায়াত মউত রিযিক দৌলত সবই খোদার হাতে

হায়াত মউত রিযিক দৌলত সবই খোদার হাতে

যায় চলে যাক ইমামতি কি যায় আসে তাতে।

সকল প্রাণীর আহার যোগান যিনি

আমাকেও আহার দেবেন তিনি

তাঁরই কাছে ঋণী সবাই তামাম মাখলুকাতে।

সন্ত্রাসীরে কেনো করবো ভয়

সন্ত্রাসীরা কয়দিন বেঁচে রয়

সন্ত্রাসীরও মরণ ঘুরে দিবস এবং রাতে।

হায়াত মউত বিযিক দৌলত সবই তাঁহার হাতে

তবু মানুষ কেমন করে শয়তানীতে মাতে।

মানুষ এতো অকৃতজ্ঞ লজ্জা শরম নাই

কার রহমে আলো বাতাস আমরা সবে পাই

কিছুই মানুষ ভাবে নারে রঙের খেলায় মাতে।

১৭/১০/২০। ৬ঃ০০ টা।

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৯৪

হায়রে আমার সুরমা নদী

হায়রে আমার সুরমা নদী

কেনো ছুটিস নিরবধি

তোর কি কোন কষ্ট ক্লান্তি নাই

তোর কাছে যে জানতে আমি চাই।

শাহজালালের জায়নামাজটা

বলতো কোথায় পাই।

শাহজালালের অজুর পানি

তুই কি তারে দিতি আনি

তারই পায়ের পদধ্বনি

তোরই তীরে পাই

তার আজানের মধুর ধ্বনি

বলতো কোথায় পাই।

হায়রে সাধের সুরমা নদী

একবার তোরে পেতাম যদি

শাহজালালের ঢাল তলোয়ার

জানতে চাইতাম কই

সেই তলোয়ার আবার আমি

হাতে পাইতে চাই।

২০/১০/২০। ১০ঃ০০ টা।

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৯৪

এতো ভালবাসা

 এতো ভালবাসা আমি রাখি যে কোথায়

ভালোবাসা খেলা করে নীল জোসনায়

আমাকে আমার চে অধিক যে চেনে

সেকি তুমি নও

দিন নেই রাত নেই অপলক কেনো শুধু চেয়ে রও

তোমার অমর প্রেম কেন বুক জুড়ে শুধু উছলায়।

না চাইতে দাও খানাদাও সীমাহীন

বুকে রেখে তোমাকেই খুঁজি অর্বাচীন।

মনে হয় কেউ নইআমিতুমিহীন।

সাধ্য নাই শোধ করি ঋণ কোনদিন।

উদার আকাশ দিলে হিমেল বাতাস

ভালবেসে দিলে এইশ্বাস প্রশ্বাস

ফুল দিলে ফল দিলে বুক ভরা প্রেম

সেই প্রেম চেয়ে দেখি দূর নীলিমায়।

ভালবেসে দিলে চোখনাক কান সব

তোমাকেই ডাকি যেন ভক্তি ভরে রব

দিলে এত নেয়ামত শোধানো না যায়।

জীবন ডুবে আছে তোমার মায়ায়।

 ১৬ই ফেব্রুয়ারী ২০২২বাদ জোহর

 আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৯৫

আমরা মজুর, আমরা শ্রমিক

 আমরা মজুরআমরা শ্রমিক

আমাদেরও আছে সংগঠন

শ্রমিক কল্যাণ ফেডারেশন

শ্রমিক কল্যাণ ফেডারেশন

শ্রমিক কল্যাণ ফেডারেশন।

আমাদের দাবী আজ একটাই

শ্রমিক জুলুমের অবসান চাই

সময়মত ন্যায্য মজুরীর

চাই হক বন্টন।

আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন।

ইসলামে আছে হক ইনসাফ

আর সব খানে শুধু বুলি

ইসলামের পতাকা তলে

জোট বাঁধো সব মজৃরকুলি।

অধিকার আদায়ে চলো লড়ি প্রাণপন।

ইসলামে জোট বাঁধো শ্রমজীবী জনতা

গড়ে তোল ভায়ে ভায়ে শীশাঢালা একতা

শোষকের বিরুদ্ধে গড়ো নয়া আন্দোলন।

 ৪ঠা মার্চ ২০২২বাদ জোহর

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৯৫

হিয়া কাঁদে,আঁখি কাঁদে,কাঁদে এই বুক ভাঙা মন

হিয়া কাঁদে,আঁখি কাঁদে,কাঁদে এই বুক ভাঙা মন

নবীজির অপমানে সঘন কান্নায় ভাসে আমার নয়ন।

ওহে মুসলমান ওঠো, জাগাও ঈমান

নবীজিকে গালি দেয় কাফের বেঈমান

তুমিও নাওরে হাতে হাদীস কোরআন

পৃথিবী উঠুক কেঁপে আগের মতন।

দেখুক ধরনী আবার বদরের রণ

দেখুক বিশ্ববাসী সে ঈমানের ধন

শুনুক ধরনী আবার গায়েবী গর্জন

নাফরমান আবার দেখুক গজব কেমন।

তিনিই বাঁচাবেন তাঁর হাবীবের সম্মান

তুমি শুধু দেখাও ফের তোমার ঈমান

আল্লাহর হাবীব তিনি আমাদের জান

আমাদের প্রাণ তিনি, জীবন মরণ।

২৫/১০/২০। ৫ঃ০০ টা।

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৯৬

আই লাভ মুহাম্মদ

আল্লাহ আমার মালিক, আমার নেতা মৃহাম্মদ

রাহমাতুল্লিল আলামিন তিনি জগতের রহমত।

ইয়া মুহাম্মদ,ইয়া মুহাম্মদ,ইয়া মুহাম্মদ, মুহাম্মদ।

ধন্য আমি নবী তোমার হয়েছি উম্মত

ইয়া মুহাম্মদ,ইয়া মুহাম্মদ,ইয়া মুহাম্মদ, মুহাম্মদ।

আমরা তোমায় ভালোবাসি ওগো প্রেমাস্পদ

ভালোবাসি আল্লাহ রাসূল ঈমান ও ইজ্জত।

তোমার চেয়ে প্রিয় তো নয় জীবন ও দৌলত।

আই লাভ মুহাম্মদ,আই লাভ মুহাম্মদ,আই লাভ মুহাম্মদ,আই লাভ মুহাম্মদ, মুহাম্মদ।

তোমার কাছেই যাচি মাওলা শক্তি ও হিম্মত।

জগত আবার দেখুক তোমার গায়েবি কুওৎ।

কাবার মতো নবীর সম্মান বাঁচাও হে কুদরত।

আই লাভ মুহাম্মদ,আই লাভ মুহাম্মদ,আই লাভ মুহাম্মদ,আই লাভ মুহাম্মদ, মুহাম্মদ।

৩১/১০/২০। ৫ঃ০০ টা।

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৯৬

যেখানে জুলুম সেখানে লড়াই

 যেখানে জুলুম সেখানে লড়াই

বুলেট বেয়নেট ধোড়াই ডড়াই

গড়বো তুমুল আন্দোলন।

আমরা সকল শ্রমিকজন

শ্রমিক কল্যাণ ফেডারেশন।

শ্রমের ন্যায্য হিসসা চাই

শ্রমের উচিত মূল্য চাই

জুলুমবাজির নিপাত চাই

বাঁচার মত বাঁচতে চাই।

ছাত্র শ্রমিক জনগণ।

মজুরী নিয়ে টালবাহানা চলবে না

ধনিক শ্রেণীর শ্রম শোষণ চলবে না

চলবেনা আর জুলুম নিপীড়ন

চলোগড়ি তীব্র আন্দোলন।

ছাত্র শ্রমিক জনগণ।

ইসলাম ছাড়া ইনসাফ নাই

ইনসাফ ছাড়া শান্তি নাই

শান্তি ছাড়া সুখ নাই

তাই সকলে ইসলাম চাই।

সর্বস্তরের জনগণ।

 ৪ঠা মার্চ ২০২২বাদ মাগরিব।

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৯৭

অকূল দরিয়ায়

 

তোমায় নিয়ে নাও ভাসাবো অকূল দরিয়ায়

আর কতকাল থাকবো পড়ে মিছে দুনিয়ার।

যাবো আমি নিজের বাড়ি

মিছে মায়ার ভুবন ছাড়ি

যাবো আমি এলে পড়ে সবাই যেথা যায়।

কেউ থাকে না রাজা ফকির

যায় পালিয়ে সব মহা বীর

পড়ে থাকে রাজ্যপাটরাজা চলে যায়।

পূণ্য যদি থাকে কিছু সঙ্গে নিয়ে নাও

দুনিয়ার মোহমায়া সকল কিছু ফাও

যশ খ্যাতি আর বিদ্যা বুদ্ধি কেবা এসব চায়।

 ৭ই মার্চ ২০২২বাদ ফজর

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৯৭

এলাম একা, যাবো একা

এলাম একা, যাবো একা

রইলাম একা জীবনভর

কেউ নিলনা খোঁজরে আমার

কোথায় ঘুমায় এ অন্তর।

স্বজন বন্ধু কম তো নাই

বলতে পারো কে

আপন ভাই

কেউ কি যাবে ভালবেসে

কবরের ভেতর।

চোখে মুখে মোহন মায়া

মায়া নাকি মায়ার ছায়া

যতই খুঁজি একজনই পাই

বুকেরই ভেতর।

ও আল্লাহ এই দুনিয়ায়

সবাই থাকে আপন ধান্ধায়

কেউ জানে না কখন কি চায়

আমার এ অন্তর।

তুমি ছিলে, তুমি আছো

তুমি বাঁচাও, তুমি বাঁচো

তুুমি ছাড়া ভেবে দেখলাম

সবাই আমার পর।

১/১১/২০। ৭ঃ০০ টা।

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৯৮

আমার ভুলের নাই সীমা নাই

আমার ভুলের নাই সীমা নাই, ওগো মেহেরবান

তুমিই আমার শেষ ভরসা, রহীম, রহমান

তুমি অনন্ত দয়ার সাগর, দয়া করো দান

অধম বান্দা হাত পেতেছি দাওগো পরিত্রাণ।

তুমি মেহেরবান,রহীম ও রহমান,করো দয়া দান।

তুমি ছাড়া নাই যে কেহ, করবে পরিত্রাণ।

দুই জাহানের মুশকিল তুমি করোগো আসান।

আমার ভুলের নাই সীমা নাই, ওগো মেহেরবান

তুমিই বলো তোমার মতো কে আছে মহান

তাইতো তোমার কাছে আমরা যাচি পরিত্রাণ।

আমার ভুলের নাই সীমা নাই, ওগো মেহেরবান

অধম বান্দা হাত পেতেছি দাওগো পরিত্রাণ।

৭/১১/২০। ১ঃ০০ টা।

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৯৯

প্রিয় মা ও বাপ

আল্লাহ নবীর পরে প্রিয় পিতা এবং মাতা

রোদ বৃষ্টি বিপদ ঠেকায় ওরা মাথার ছাতা।

তাদের মনে কষ্ট দেয়া ভীষণ তরো পাপ

আল্লাহ নবীর পরে প্রিয় আপন মা ও বাপ।

তুমি এখন অনেক বড়ো, সেরা ধনে মানে

এই বড়োটা করার কষ্ট মা-বাপ শুধু জানে।

যতো বড়ই হও না তুমি তাদের ছোট্ট শিশু।

এসব কথাই বলে গেছেন, নূরনবী ও যিশু।

তাদের মনে কষ্ট দিয়ে কেউ করো না পাপ।

যেদিন তুমি বড়ো হবে, তারা হবেন বুড়ো

সেদিন তাদের অভাব তুমি করে দিও পুরো।

তারা যেনো পায় না কষ্ট, হয় না পেরেশান

সেই ফিকিরে জীবন কাটাও যারা সুসন্তান।

কেউ নিয়ো না পিতামাতার কষ্টের অভিশাপ।

পিতামাতায় কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান

তার ইবাদত জলে যায়, হয় সে নাফরমান।

আল্লাহ যেন কারো ভাগ্যে দেয়না তেমন পাপ।

১০/১১/২০। ৮ঃ০০ টা।


No comments

Powered by Blogger.