গানঃ ৭৪২-গাজীপুরের আঞ্চলিক গান-আসাদ বিন হাফিজ



আসাদ বিন হাফিজ এর লিখা গান-৭৪২
গাজীপুরের আঞ্চলিক গান

গাজীপুরে যাইও বাহে জেফত দিয়া যাই
নানা রহম ফলফলারির কোন অভাব নাই।
জেড মাসে কাডোল পাইবা
কাঁচা আমের ভর্তা খাইবা
হরফি লেচু আনারসের কোন অভাব নাই।
পাপ্পা কেমোন মজা লাগে খাইয়া দেইহো ভাই।
চিতই পিডা তেলের পিডা মজা কইরা খাইও
সাহস থাকলে বেলাই বিলে কোষা তুমি বাইও।
বিলে অনেক শাপলা আছে চলো তুলতে যাই
পুষ্কুনিতে মাছও আছে চলো ধরতে যাই।
গাজীর বেটা গাজী আছে
যত্ন করতে রাজি আছে
বনে ঢুকে চলো আমরা বেতুন তুলে খাই।
সবই আছে গাজীপুরে চলো খাইতে যাই।
৬/৭/২২। বাদ ফজর।

No comments

Powered by Blogger.