আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩৫৪৯ ওরে আমার দাদা

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৫৪৯

ওরে আমার দাদা

 (নব্য দাদাকে নিবেদিত)

 

ওরে আমার দাদা।

বলতে পারিস টিয়ে সবুজ

বকটা কেনো সাদা?

আলুতে নেই ঝাঁঝ কোনো

ঝাঁঝাঁলো ক্যান আদা?

কারে বলে দান খয়রাত

কারে বলে চাঁদা?

দাদু হেসে কয়।

বড় হয়ে আগে করো

জ্ঞানের শহর জয়।

সাহস রাখো মনে তবে

বিশ্ব হবে জয়।

বড় হলে সবই তুমি

জানবে সুনিশ্চয়।

তাড়াও মনের ভয়।

ইচ্ছা এবং চেষ্টা থাকলে

খোদার রহম হয়।

আল্লাহর ইচ্ছায় এ দুনিয়ার

সকল কিছু হয়।

বুঝলাম দাদা সব

সবই করেন রব।

তিনিই দেন মেঘ বৃষ্টি

পাখির কলরব।

 

২৯/৭/২২; বাদ মাগরিব।

No comments

Powered by Blogger.