গানঃ ৭৪৪-বিবেক লাগাও কাজে-আসাদ বিন হাফিজ

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৭৪৪
বিবেক লাগাও কাজে
আমি লিখতে জানি, কিন্তু আমি গাইতে জানি না
মানুষ নাকি ঘুষ খায়, আমি খাইতে জানি না।
তোমার হুকুম জগত মানে
তারা তোমার হুকুম জানে
আমি এমন অধম তোমার হুকুম জানি না।
যেটুক হুকুম জানি মাওলা তাওতো মানি না
মনগড়া সব কথা মানি, তোমার বানী না।
তোমার হুকুম পায়ে দলি
নফসের হুকুম মেনে চলি
তার কি হাশর হবে জানি, তবু মানি না।
তুমি বলো ফজর পড়ে, রিজিক তালাশ করতে
হুজুর বলেন, নামাজ শেষে তসবি এবার ধরতে।
কোনটা করবো বুঝি না হায়
বোকার ফসল পাগলে খায়
নফসকে লাগাই কাজে আমরা বিবেক লাগাই না।
৮/৭/২২। বাদ মাগরিব।

No comments

Powered by Blogger.