আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩৫৫২ পড়তে আমার ভাল্লাগেনা

  


আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩৫৫২

পড়তে আমার ভাল্লাগেনা

 

পড়তে আমার ভাল্লাগেনা

ইচ্ছে করে ঘুরতে

ইচ্ছে করে পাখি হয়ে

পাখির মত উড়তে।

পাখির ছানা ধরতে মানা

ইচ্ছে করে ধরতে

সবাই বলে ওসব ছাড়ো

পড়তে হবে পড়তে।

আমার তবু মন বসে না পড়ায়

মনটা গিয়ে পড়ে থাকে

কচি ধানের ছড়ায়।

ইচ্ছে করে সারাটা দিন

নানান খেলা খেলতে

ইচ্ছে করে হুতুম পেঁচার

ডানা ছিঁড়ে ফেলতে।

ইচ্ছে করে বিলের থেকে

শাপলা শালুক তুলতে

ইচ্ছে করে গাছের ডালে

মজা করে ঝুলতে।

তবু তোমরা বলছো শুধু,

পড়ো, পড়ো, পড়ো

লিখে পড়ে হতে হবে

তোমার অনেক বড়ো।

তাই করছি লেখাপড়া

শিখছি কত কাজ

কালকের কাজ কাল করবো

আজকের কাজ আজ।


৩০/৭/২২; বাদ আছর

 

No comments

Powered by Blogger.