আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩৩৫৯ গাজীপুরের পোলা

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৩৫৯

গাজীপুরের পোলা

গাজীপুরের পোলা।

ডাবের পানি পেলে সে

খায় না কোকাকোলা।

বড়গাঁওয়ে বাড়ি তার

দীলটা বড় খোলা।

ঠিক বলিনিভোলা?

মজা করতে দোষ নাই

মরা সাপের ফোঁস নাই

হাসলে বাড়ে রোশনাই

মুক্তারপুরে বাড়ি

লাগবে একখান গাড়ি।

একদিন পরে দিয়ে দেবো

কালিগঞ্জে বিয়ে দেবো।

সবই কিন্তু নিয়ে দেবো

ইয়ে দিলে ইয়ে দেবো।

গাজীপুরের পোলা

হয়তো আপনভোলা

কেউ ভাবে মজার ছেলে

কেউবা কামান গোলা।

গাজীপুরের পোলা

যতোই ভাবো পাটকাঠি

আসলে তো শোলা।

তিনশ টাকা তোলা।


২রা নভেম্বর ২০২১; বাদ জোহর

No comments

Powered by Blogger.